সম্পাদক

মোঃ মোবারক হোসেন স্টাফ রিপোর্টার: মনোহরদীর কৃষ্ণপুর ইউনিয়নের পশ্চিম বীরগাঁও ৫শত মিটার (এইসবিবি) ইটের রাস্তা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান। শুক্রবার (১০ জানুয়ারী) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পশ্চিম বীরগাঁও মাসুদের বাড়ী হইতে মানিক মিয়ার বাড়ী পর্যন্ত প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ৫শত মিটার (এইচবিবি) ইটের রাস্তা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মিজানুর রহমান। এই ইটের রাস্তাটি হওয়ার ফলে কৃষ্ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ও ৪নং ওয়ার্ডের মাঝে সংযোগ স্থাপিত হয়েছে। পরিদর্শনের সময় মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত এলাকার কৃষকদের উন্নয়নের জন্য এইভাবে মাটির রাস্তা গুলোকে স্থায়িত্ব দেওয়ার জন্য (এইচবিবি) ইটের রাস্তা করছেন। ফলে এলাকার লোকজন বর্ষাকালে কাঁদা পাড়ায়ে এখন রাস্তায় আসতে হবে না।এই এলাকার কৃষকের ফসল এই ইটের রাস্তা দিয়ে বাজারজাত করতে পারবে,বয়স্করা মসজিদে নামাজ পড়তে যেতে পারবে,শিশুরা স্কুলে যেতে পারবে। তাদের জন্য একটি বিশাল সুযোগ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন গ্রামকে শহরের সুবিধা দিতে। তিনি শুধু শহরের মানুষের জন্য মহাসড়ক করেন না,তিনি গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করার জন্য ইটের রাস্তা,যেখানে ব্রিজ দরকার, সেচের জন্য ইরিগেশন দরকার ঠিক সেইভাবে প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে এদেশের উন্নয়ন করে যাচ্ছেন। এটার মাধ্যমে ইনশাআল্লাহ ২০৪১ সালে অবশ্যই একটি উন্নত দেশে পরিণত হবে এবং স্মার্ট বাংলাদেশ হবে। পরে তিনি উপজেলার কাচিকাটা ইউনিয়নের কাটাবাড়ীয়া ব্রিজের ৮৩ লক্ষ ৬৯ হাজার ২শত ৭ টাকার নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিপিডি (গ্রামীণ অবকাঠামো) আওলাদ হোসেন, ডিপিডি (ব্রিজ) ইসমাইল হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নরসিংদীর ( ডিআরআরও) মোঃ নোমান,মনোহরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফখর উদ্দিন রাজী, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান দুলাল বিএসসি, কাচিকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোবারক হোসেন খান কনকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার জনসাধারণ।