
নিউজ ডেস্কঃ
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়াও নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পেয়েছে জীবন বীমা করপোরেশন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূরকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী জীবন বীমা করপোরেশনের নতুন এমডি হয়েছেন।
তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।এ ছাড়া সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে ‘অ্যাসেলারেটিং স্কিল ফর ইকনোমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট)’ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.