
স্টাফ রিপোর্টার:
গত ২৯/০১/২০২৩ রোজ রবিবার সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে যাতায়াতের একমাত্র মধ্যম পথ। নরসিংদী সদরের বিলাসদী জামে মসজিদ সংলগ্ন রেললাইন এর একটি পাতে ফাঁটল দেখা দেয়। এটা নজরে আসে স্বেচ্ছাসেবক মোঃ আজিজুল হকের। তিনি এটা রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আনতে ব্যার্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে টনক নড়ে নরসিংদী রেলওয়ে কর্তৃপক্ষের। তারা তড়িৎগতিতে রেললাইনটি মেরামত করে দেন।
মোঃ আজিজুল হক এর সমন্ধে জানতে গেলে ওনার পরিচয় মেলে তিনি জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে নরসিংদী সরকারি কলেজ বাংলা বিভাগে অনার্সে অধ্যায়নরত। তিনি "মানবিকতায় নরসিংদী" নামে একটি সংগঠনের সভাপতি;একজন সামাজিক উদ্যোক্তা। তিনি নরসিংদী রেলওয়ের কল্যাণে সর্বদা কাজ করে গেছেন। এছাড়া স্টেশনে অবহেলিত পানির ট্যাপ, ময়লার ভাগার কে ফুলের বাগান, গাড়িতে পাথর নিক্ষেপ রোধসহ নানাবিধ মানবিক কর্মে নিজের পরিচয় ইতোমধ্যে সর্ব মহলে প্রসার লাভ করেছে।
এব্যাপারে আজিজুল হক বলেন,' আমার নজরে আসার সাথে সাথে আমি জরুরিভাবে নক করি। তেমন সাড়া না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তারা তড়িৎ সমাধান করেন এটা। হাজার হাজার মানুষের যাতায়াত এই রাস্তায়।!
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.