
নিউজ ডেস্কঃ
সুষ্ঠু নির্বাচন দিয়ে ভালোভাবে বিদায় না হলে বর্তমান সরকারকে নিষ্ঠুর পরিণতি ভোগ করতে হবে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে তাৎক্ষণিক মশাল মিছিল পরবর্তী সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
মিছিলটি সংগঠনের পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে গুলিস্তানের জিরো পয়েন্ট হয়ে আশেপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নুরুল হক নুর বলেন, বিদ্যুৎ, গ্যাসসহ একের পর এক জিনিসপত্রের দাম বাড়াচ্ছে সরকার। আমাদের কর্মসূচিতেও বাধা দিচ্ছে পুলিশ। বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা হামলা করছে। এভাবে হামলা-মামলা করে সরকার বাকশাল কায়েম করতে চায়।
তিনি বলেন, দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দেওয়া হচ্ছে। সুষ্ঠু নির্বাচন দিয়ে ভালোভাবে বিদায় না হলে অন্যান্য দেশের স্বৈরশাসকদের মতো বর্তমান সরকারকেও নিষ্ঠুর পরিণতি ভোগ করতে হবে।শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা ও হামলার প্রতিবাদে রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পুলিশ সদর দপ্তরের সামনে মৌন মিছিল সহকারে গণ অধিকার পলিষদের প্রতিনিধি দল সাক্ষাৎ করবে বলে ঘোষণা দেন নুর।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.