
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের রেইনবো স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার সকাল সাড়ে আটটায় সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখায় অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি শ্যামল কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভি জামান, জনাব আইডী মাসুদ সভাপতি প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় প্রকাশ বিশ্বাস।
এরপর ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৫৪ টা ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। এতে ২৭টি গ্রুপে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। তাছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা দের দুইটি এবং আমন্ত্রিত অতিথিদের দুইটি করে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.