সম্পাদক
বিশেষ প্রতিনিধিঃ
বি-নেগেটিভ ডোনার বাংলাদেশ এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার লালবাগ কেল্লা সংলগ্ন রহমত উল্যাহ অডিটোরিয়ামে এই মিলন মেলার আয়োজন করা হয়। উক্ত সেচ্ছাসেবী মিলন মেলায় স্বেচ্ছায় রক্তদাতা গণ সহ সারা দেশ থেকে বি নেগেটিভ রক্ত বহন কারীরা অংশগ্রহন করেন।বি-নেগেটিভ ডোনার বাংলাদেশ এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় মিলন মেলা অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুবায়ের জুয়েল রানা অতিরিক্ত পুলিশ সুপার -নৌ পুলিশ বাংলাদেশ, আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মোঃ জোফর আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এইচ.শরীফ নির্বাহী পরিচালক – বি-নেগেটিভ ডোনার বাংলাদেশ, জনাব মোঃ রাসেল – যুগ্ম পরিচালক বি-নেগেটিভ ডোনার বাংলাদেশ, সানিউল হক হানিফ – যুগ্ম পরিচালক বি-নেগেটিভ ডোনার বাংলাদেশ, মোঃ মিজানুর রহমান যুগ্ম পরিচালক বি-নেগেটিভ ডোনার বাংলাদেশ, উক্ত অনুষ্ঠনে সভাপতিত্ব করেন জনাব আহাদ কবির আহ্বায়ক বি-নেগেটিভ ডোনার বাংলাদেশ, উক্ত মিলন মেলায় অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন রিফাত আফরোজ উর্মি ও মীর মাসুদ।উক্ত মিলন মেলায় সংগঠনের সভাপতি আহাদ কবির বলেন সারা দেশের বি নেগেটিভ রক্ত বহন কারী সকলেই এক সাথে হয়ে মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে নিজের শরীরের রক্তকে বিনামূল্যে দান করতে উৎসাহ দেওয়া।বি-নেগেটিভ ডোনার বাংলাদেশ এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় মিলন মেলায় সাধারন সম্পাদক জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন সারা বাংলাদেশের ৬৪ জেলা থেকে আগত এশিয়ার অন্যতম দুর্লভ বি নেগেটিভ রক্ত বহনকারী ভাই-বোন সেখানে অংশগ্রহণ করেছে।

