সম্পাদক

নিউজ ডেস্কঃ

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর আদাবর রোড সংলগ্ন ‘শ্যামলী মাঠ’ (শ্যামলী সিনেমা হলের পিছনে) থেকে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে পদযাত্রা শুরু করবে বিএনপি। পরে এটি রিংরোড, শিয়ামসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড ও মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ৯ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় পৃথক দুটি পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে ৯ ফেব্রুয়ারির পদযাত্রার কর্মসূচি আপাতত স্থগিত করা হয়।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।