
মোঃ মোবারক হোসেন ,স্টাফ রিপোর্টার:
তামাক ও মাদক মুক্ত থাকুন,সুস্থ সুন্দর জীবন গড়ুন" এই স্লোগানে নরসিংদীর মনোহরদীতে গণসচেতনতামূলক তামাক ও মাদক বিরোধী সাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে বাংলাদেশ মেয়র এলায়েন্স এর উদ্যোগে মনোহরদী পৌরসভার আয়োজনে মনোহরদী সরকারি কলেজ মাঠে এ সাইকেল শোভাযাত্রা, শান্তি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মনোহরদী পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ সাইকেল নিয়ে তামাক ও মাদক বিরোধী এই শোভাযাত্রায় অংশগ্রহন করেন।মনোহরদী সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে সাইকেল শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার মনোহরদী সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। সাইকেল শোভাযাত্রা শেষে ধুমপান ও মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। পরে ধুমপান ও মাদকের বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে জনসচেতনতামূলক শান্তি সমাবেশটি আলোচনা সভায় পরিনত হয় । এতে মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী এড. নূুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এসময় শিল্পমন্ত্রী বলেন, তামাক ও মাদক নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে। তরুন প্রজন্ম ও যুব সমাজকে সুরক্ষিত রাখতে এবং সমৃদ্ধ রাষ্ট্র গঠনে মাূক মুক্ত সমাজ গড়তে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সকল শ্রেণী-পেশার সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট সানজিদা খানম, নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সাম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী,নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রফেসর ডা. এম এ রউফ সরদার, নরসিংদী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সাম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.মুঃ ফজলুল হক,মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম উপজেলা আওয়ামীলীগ সাধারণ সাম্পাদক প্রিয়াশীষ রায়,ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লা, সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি, সিংড়া পৌর মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক, মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক, ঘোড়াশাল পৌর মেয়র আল মোজাহিদ হোসেন তুষার, রায়পুরার পৌর মেয়র জামাল মোল্লা, পাকুন্দিয়ার পৌর মেয়র নজরুল ইসলাম, এফবি সি সি আই সহ-সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন ইন্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তারা প্রমূখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.