
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু ২৮ হাজার ছাড়িয়েছে। এদিকে, ভয়াবহ এ দুর্যোগের পাঁচদিন পর আরও পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। গাজিয়ান্তেপ প্রদেশের নুরদাগ শহর থেকে তাদের উদ্ধার করা হয়।
তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে সোমবার (৬ ফেব্রুয়ারি)। দুটি ভূমিকম্পের প্রথমটি স্থানীয় সোমবার (৬ এপ্রিল) ভোর রাত ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। দ্বিতীয়টি আঘাত হানে দুপুরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬।
এ ভূমিকম্পে সবশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে তুরস্কে মারা গেছে ২৪ হাজার ৬১৯ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৫৭৫ জন।
জানা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংষস্তুপ থেকে প্রথমে মা হাভভা ও মেয়ে ফাতমাগুল আসলানকে উদ্ধার করেন। এরপর বাবা হাসান আসলানকে খুঁজে পান। এসময় তিনি মেয়ে জায়নেপ ও ছেলে সালতিগ বুগরাকে উদ্ধারের অনুরোধ জানান। পরে উদ্ধারকর্মীরা ওই দু’জনকেও উদ্ধার করেন।
সূত্র : আল জাজিরা
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.