
নিউজ ডেস্কঃ
কীটনাশক প্রয়োগ করে সরকারি সড়কের পাশে লাগানো ৫০টি তালগাছ মেরে ফেলার অভিযোগে আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আদালতে দাঁড়িয়ে থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অভিযুক্ত শাহরিয়ার আলম রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।
এর আগে, তালগাছ মেরে ফেলার অভিযোগে একটি রুল জারি করে আজ (রোববার) সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
একইসঙ্গে শাহরিয়ারের বিরুদ্ধে কেনো আইনগত ব্যবস্থাসহ পর্যাপ্ত ক্ষতিপূরণ নিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। মামলার বিবাদীদের সাত দিনের মধ্যে এ বিষয়ে রুলের জবাব দিতে বলা হয়।
গত ৩১ জানুয়ারি ‘৫০ তালগাছে কীটনাশক’ শিরোনামে একটি দৈনিক পত্রিকায় সম্পাদকীয় ছাপা হয়। পরে বিষয় নজরে নিয়ে গত ১ ফেব্রুয়ারি হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.