
বিনোদন ডেস্কঃ
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। শুধু গান দিয়ে নয়, সত্য কথা বলেও বরাবর আলোচিত তিনি।
সম্প্রতি রামপুরহাট উৎসব থেকে সরে দাঁড়ান নচিকেতা। নিজের অসুস্থতার কারণেই এমন সিদ্ধান্ত নেন তিনি। এরপরই তার অসুস্থতা নিয়ে নানান রটনা চাউর হয়। এবার মঞ্চে ফিরে সেসব রটনার জবাব দিলেন জীবনমুখী গানের এই শিল্পী।
গত ৮ ফেব্রুয়ারি হলদিয়ায় একটি কনসার্টে পারফর্ম করেন নচিকেতা। সেখানে ‘রাজশ্রী তোমার জন্য...’ গাইতে গাইতেই মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেকেই বলে নচি দা আপনি তো রোগা হয়ে গেছেন। কারিশমা কাপুর রোগা হলে বলে জিরো ফিগার, আর আমি রোগা হলেই মৃত্যুশয্যায়!’
সূত্র: হিন্দুস্তান টাইমস
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.