সম্পাদক

নিউজ ডেস্কঃ

কানাডার টরোন্টোর মেয়র জন টোরি পরকীয়ায় জড়িয়ে পড়ার কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) টরোন্টো সিটি হলে জরুরি প্রেস কনফারেন্সে তিনি এই ঘোষণা দেন।

এ সময় মেয়র জন টোরি বলেন, ‘কোভিড মহামারি চলাকালে আমি অফিসের একজন সহকর্মীর সঙ্গে এমনভাবে একটি সম্পর্ক গড়ে তুলেছিলাম, যা মেয়র এবং একজন পারিবারিক মানুষ হিসেবে উচিত হয়নি। আসলে পারস্পরিক সম্মতিতে এই বছরের শুরুতে আমাদের সম্পর্ক হয়ে গিয়েছিল।

তিনি বলেন, আমি আমার স্ত্রী বার্ব এবং আমার পরিবারের কাছে ক্ষমা চেয়েছি। আমি তাদের হতাশ করেছি।

টরোন্টোর এই মেয়র বলেন, আমি মনে করি যে মেয়রের কার্যালয়কে কোনোভাবেই কলঙ্কিত করা ঠিক হবে না। তাই আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি আমার পছন্দের কাজ থেকে সরে যাওয়ার জন্য গভীরভাবে অনুশোচনাবোধ করছি। কারণ, আমি এই শহরকে খুব বেশি ভালোবাসি।

জন টোরি কার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন, তার নাম জানা যায়নি। তবে কানাডার প্রভাবশালী গণমাধম সিবিসি নিউজ জানিয়েছে, ৩১ বছর বয়সী ওই নারী টরোন্টো সিটির একজন সাবেক উপদেষ্টা। টোরি বার্বের সঙ্গে ১৯৭৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী ওই সময়ে বাড়ি বানানো এবং পুরাতন বাড়ি মেরামত করতেন। তারা চার সন্তানের জনক-জননী।

টোরি ২০১৪ এবং ২০১৮ সালেও মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। মেয়র হওয়ার আগে তিনি ব্যবসা ও আইন পেশায় নিয়োজিত ছিলেন।