
বিনোদন ডেস্কঃ
কলকাতার রাজারহাট রোডের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে শ্বেতা রানি নামে এক বার ডান্সারের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার লিভ-ইন সঙ্গী মহেশ প্রসাদ জয়সওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, মৃত শ্বেতা রানি পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা। তিনি ভিআইপি রোডের বিভিন্ন বারে নৃত্য পরিবেশন করতেন।
এদিকে গ্রেপ্তার যুবকের দাবি, তার প্রেমিকা আত্মহত্যা করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই শ্বেতার সঙ্গে বিবাদ চলছিল তার। শনিবার (১১ ফেব্রুয়ারি) তাদের মধ্যে মনোমালিন্য হয়। এরপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন শ্বেতা। বেশ কিছু সময় পার হলেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন তিনি। সেখানে প্রেমিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত ভিআইপি রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শ্বেতাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকরা তরুণীকে মৃত ঘোষণা করতেই, হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন মহেশ। এ সময় তাকে আটকে পুলিশে খবর দেন হাসপাতাল কর্মকর্তারা। পরবর্তীতে পুলিশ এসে যুবককে গ্রেপ্তার করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত শ্বেতার দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছিল। এ ছাড়া তরুণীর হাতেও রক্তের চিহ্ন পাওয়া গেছে। ইতোমধ্যে তার মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.