
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের সঙ্গে কৃষি ও চুক্তিভিত্তিক চাষাবাদে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই করতে আগ্রহ প্রকাশ করেছে আফ্রিকার দেশ বতসোয়ানা।
রোববার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে দেশটির কৃষিমন্ত্রী ফিদেলিস মালাও’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তার কাছে এ আগ্রহের কথা প্রকাশ করেন বতসোয়ানার মন্ত্রী।
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই মন্ত্রীর বৈঠকে বাংলাদেশ ও বতসোয়ানা কৃষি, মৎস ও জলজ ক্ষেত্রে প্রযুক্তিগত জ্ঞান ও প্রশিক্ষণ বিনিময় করতে সম্মত হয়েছে। দুই দেশের কৃষি বিশেষজ্ঞ ও উৎপাদকদের মধ্যে যোগাযোগ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন কৃষিমন্ত্রী ফিদেলিস। বাংলাদেশের একটি কৃষি বিশেষজ্ঞ দলকে দেশটি সফরের আমন্ত্রণ জানান তিনি।
একই দিনে শাহরিয়ার আলম বতসোয়ানা ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেসের শিক্ষাবিদদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বতসোয়ানার সঙ্গে একটি চুক্তি ও একটি সমঝোতা স্বারক (এওইউ) সই করেছে বাংলাদেশ। এগুলোর মধ্যে, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা সংক্রান্ত একটি চুক্তি ও অপরটি হলো দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শ সভা সংক্রান্ত একটি সমঝোতা স্বারক (এমওইউ)।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.