
স্টাফ রিপোর্টার:
২০২২ সালের ৮ আগষ্ট রংপুর বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরোধে ফলাফল জালিয়াতির অভিযোগ,তদন্তে ৪ সদস্য কমিটি ঘঠন করা হয় । শিরোনামে সময় টিভিতে খবর প্রকাশিত হয় ।
পরে ২০২২ সালের ২১শে সেপ্টেম্বর রংপুর সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা সংবাদ প্রচার এর অভিযোগে সময় টিভির বার্তা প্রধান মজুতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরোধে মামলা করা হয় ।
শরীয়তপুর আজ সোমবার (১৩ ফেব্রুয়ারী)
দুপুরে জেলা প্রশাসকের কার্য্যলয়ের সামনে
শরীয়তপুর প্রেস ক্লাব মফস্বল সাংবাদীক ফোরাম ,অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন,
ইলেকট্রনিক মিডিয়া ব্যানার হাতে নিয়ে মানব বন্ধন করেন ,
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সহ সভাপতি,চ্যানেল আই এর প্রতিনিধি এস এম মজিবুর রহমান ,দৈনিক মানব জমিন এর প্রতিনিধি,শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন সহ সভাপতি,বাংলাভিশন টিভির প্রতিনিধি শহিদুল্লাহ খান ,বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি রোকনুজ্জামানা পারভেজ ,সময় টিভির প্রতিনিধি বি এম ইস্রাফিল ,মহনা টিভির প্রতিনিধি মাহবুবুর রহমান,চ্যানেল ২৪ এর প্রতিনিধি নুরুল আমিন ,শরীয়তপুর জার্নাল সম্পাদক অ্যাডভোকেট মো. মুরাদ হোসেন মুন্সী, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মো. ছগির হোসেন, সাধারণ সম্পাদক ডিবিসির প্রতিনিধি রাজিব হোসেন রাজন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি এসএম শাকিল, বৈশাখী টিভির প্রতিনিধি খালেক পেদা ইমন, দৈনিক কালবেলা প্রতিনিধি মো. মিরাজ শিকদার, সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি মো. ফারুক মোল্লা ,চ্যানেল এস টিভি ভেদরগঞ্জ প্রতিনিধি, মোঃ সাইফুল ইসলাম ঢালী, বাংলাদেশ টাইমস জেলা প্রতিনিধি জি কে সানজিদসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের স্পর্শকাতর বিষয়ের সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন করা হলেও তার লক্ষ্য বস্তুতে পরিনত হচ্ছেন সাংবাদিকরা। রংপুরে দায়ের করা হয়রানিমূলক মামলায় রাজধানীর বিভিন্ন থানা থেকে মুজতবা দানিশকে যেভাবে হয়রানি করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। এর ফলে সাংবাদিক ও পুলিশের মধ্যে এক ধরনের অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হবে। দেশে বিভিন্ন জেলায় সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক তৎপরতা বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নির্যাতনের ধারাগুলো বাতিলের জোর দাবি জানানো হয় মানববন্ধনে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.