
সোমবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষিবিদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বিএনপি নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে সহ্য করতে পারেনি। তারা নিজেদের রাষ্ট্রপতিতে রেললাইন ধরে পালিয়ে যেতে বাধ্য করেছিল। বিএনপি চেয়েছিল তিনি ইয়াজউদ্দিনের মতো ইয়েস উদ্দিন হোন।
তিনি বলেন, এমন কোনো রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েস উদ্দিন। আমরা মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী, টেররিজমে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে— এমন কোনো অপশক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি।
সেতুমন্ত্রী বলেন, সংঘাত শুরু করেছে বিএনপি। বেশ কয়েকটি জেলায় তারাই আগুন সন্ত্রাস শুরু করেছে। বিএনপি অগ্নিসন্ত্রাস করে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বাধা দিচ্ছে।
শান্তি সমাবেশের নামে বিএনপিকে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, এই শহরে আপনারা বাস করেন, বলেন আমরা কোথায় বাধা দিয়েছি? তারা সভা, সমাবেশ পদযাত্রা করছে, কোথাও কি বাধা দেওয়া হয়েছে?
সেতুমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন ইতিবাচক ধারায় ফিরে আসুন, নেতিবাচক রাজনীতি পদযাত্রাকে মরণযাত্রায় নিয়ে যাবে। বিএনপিকে প্রশ্ন তুলে কাদের বলেন, একবার ভেবে দেখেছেন আপনাদের আমলে আপনারা কি করেছেন, আপনাদের আমলে আমরা কোথাও শান্তিতে সমাবেশ করতে পারিনি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.