
নিউজ ডেস্ক:
হামবুর্গে শরণার্থী ও গৃহহীনদের শিবিরে আগুন লাগে। কী করে এই আগুন লাগলো তা পুলিশ তদন্ত করে দেখছে।
উত্তর জার্মানির শরণার্থী শিবিরের আগুনে একজন মারা গেছেন। শরণার্থীদের থাকার জন্য দশটি অস্থায়ী বাসস্থানে আগুন লাগে। খবর পেয়েই দ্রুত দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
জার্মান সংবাদসংস্থা ডিপিএ জানিয়েছে, দমকলকর্মীরা বিশেষ অক্সিজেন মুখোশ পরে ভিতরে ঢোকেন। তারাই একজনকে মৃত অবস্থায় দেখতে পান।মৃত ব্যক্তির পরিচয় ও আগুন লাগার কারণ জানায়নি পুলিশ।
এখনো পর্যন্ত যা জানা গেছে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে। তিনটি ইঞ্জিন ও ৭৫ জন দমকলকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুনের মোকাবিলা করতে থাকেন।
আশপাশে বাড়ির মানুষকে দরজা, জানালা বন্ধ রাখতে বলা হয়। কারণ, তখন প্রচন্ড ধোঁয়া বের হচ্ছিল। তবে ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ওই জায়গায় প্রায় পাঁচশ শরণার্থী ও গৃহহীন থাকতেন। তাদের দশটি অস্থায়ী আবাস পুড়ে ছাই হয়ে গেছে। পুরসভার এক মুখপাত্র জানিয়েছেন, যে দশজনের থাকার জায়গা পুড়ে গেছে, তাদের থাকার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.