ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

দিনাজপুর বিরামপুরে জুয়া খেলার আপরাধে চার জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। আজ (১৬ ফেব্রুয়ারি-২০২৩ ) বৃহস্পতিবার রাত ১ টার দিকে বিরামপুর পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের জনৈক তোফাজ্জল হোসেনের ছেলে একরামুল হকের পরিত্যক্ত বসতবাড়ির পূর্ব দুয়ারের ঘরের ভিতর থেকে চার জন জুয়ারিকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ চৌখশ দল। উক্ত আটককৃত আসামিরা হলেন,বিরামপুর শ্রীপুর দক্ষিণপাড়া এলাকার রমজান আলীর ছেলে রাজু আহমেদ (৩২),ইউনুস আলীর ছেলে সোহাগ বাবু (৩২),মোশারফ হোসেনের ছেলে মারুফ হোসেন (৩৮) ও মৃত মিরাজ উদ্দিন মন্ডলের ছেলে আতাউর রহমান (৫০),। মামলা সূত্রে জানা যায়,বিরামপুর পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় (এক) সেট তাস ও নগদ ৫,৩১০/-(পাচঁ হাজার তিনশত দশ) টাকাসহ চার জনকে হাতে নাতে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান,এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে,উক্ত আসামিদের কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।