সম্পাদক

মোঃ মোবারক হোসেন
স্টাফ রিপোর্টার:

মনোহরদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মনোহরদী উপজেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ,ইভটিজিং প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে বলে জানানো হয়। বিভিন্ন এলাকায় ও শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা বলা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় মনোহরদী উপজেলার সকল শ্রেনিপেশার মানুষ এগিয়ে আসার আহবান জানানো হয়। এসময় মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়,মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার লায়ন এম এস ইকবাল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তারা, মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সায়েম, সাংবাদিক মোবারক হোসেন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। পরে ২১ফেব্রুয়ারী ও ৭ মার্চ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।