ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

আমের রাজধানী নামে খ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের ঐতিহাসিক কানসাট রাজবাড়ী মাঠে চাঁপাইনবাবগঞ্জ -৪৩,শিবগঞ্জ -১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানীর ডাকে হাজার জনতাকে সাথে নিয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩ ঘটিকার সময় এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে,২০০৬ সালের পল্লী বিদ্যুৎ আন্দোলনের বিপ্লবী নেতা গোলাম রাব্বানী দশম জাতীয় সংসদ সদস্য থাকাকালীন সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ইতিহাস রচনা করেন। অসহযোগ আন্দোলনের সময় দলের ক্রান্তিকালে দলীয় নেতা কর্মীদের আগলে রেখে অপশক্তিকে ঠেকিয়ে গোলাম রাব্বানী সর্বস্তরের মানুষের নয়নের মনি হয়ে উঠেছিলেন।এসময় হাজারো জনতার উষ্ণ ভালাবাসার স্নিগ্ধ ছোঁয়ায় সিক্ত হন । এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে সব সময় জনতার পাশে থাকার দৃঢ় প্রত‍্যয় ব্যাক্ত করেন। এই সময় তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিবেন এবং আমি বিপুল ভোটে জয়লাভ করে শিবগঞ্জ-১আসনের জনগণের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পাৱবো ইনসাআল্লাহ্।