সম্পাদক
মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:
নরসিংদী মনোহরদীর গোতাশিয়া নূরুল মজিদ হুমায়ূন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সকালে মনোহরদীর গোতাশিয়া নূরুল মজিদ হুমায়ূন উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান, মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন, গোতাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বরকত রবিন, গোতাশিয়া নূরুল মজিদ হুমায়ূন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুনসহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

