
স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত অনুমান ২২.৩০ ঘটিকায় বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং- বড়বাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ মহির উদ্দীনের ছেলে মোঃ সোলেমান আলী (৩৩) বালিয়াডাঙ্গী উপজেলা অফিসের মূল গেইট সংলগ্ন মেসার্স সোলেমান ট্রেডার্স সার ও কীটনাশক এর দোকানের ভিতরে দখল হইতে বিভিন্ন নামে স্বাক্ষরিত ১৯টি(ঊনিশ)টি ১০০/- টাকা মূল্যমানের ফাঁকা স্ট্যাম্প, ০১(এক)টি ৫০/-টাকা মূল্যমানের ফাঁকা স্ট্যাম্প মোট (১৯+০১)=২০(বিশ)টি ও বিভিন্ন নামে স্বাক্ষরিত ১৭(সতের)টি চেকের পাতা , দুটি মোবাইল ফোন সহ ঠাকুরগাঁও ডিবি পুলিশ উদ্ধার করেন ।আসন্ন ঠাকুরগাঁও জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে লোক নিয়োগ সহ বিভিন্ন সরঃ বেসরঃ অধিদপ্তরে চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সাথে মোবাঃ ফোনে যোগাযোগ করে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করতঃ অসাধুভাবে চাকুরী দেওয়ার নামে চাকুরী প্রত্যাশীদের নিকট হইতে বিভিন্ন নামে স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক গ্রহণ করে চাকুরী প্রত্যাশীদের সঙ্গে প্রতারনার চেষ্টা করিয়া আসিতেছে।বিষয়টি তদন্ত অব্যাহত রহিয়াছে। মামলা প্রক্রিয়া চলমান ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.