
নিউজ ডেস্কঃ
ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসান ওয়াজসিকি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার এ পদত্যাগের পর এই প্লাটফর্মের নতুন সিইও হিসেবে যোগ দেবেন ইউটিউবের বর্তমান প্রধান পণ্য কর্মকর্তা নীল মোহন।
দীর্ঘ নয় বছর ধরে বিশ্বের বৃহৎ অনলাইন ভিডিও প্লাটফর্ম খুব ভালোভাবেই চালাচ্ছিলেন সুসান। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ইউটিউবে অফিশিয়াল ব্লগ পোস্টে তিনি এ পদত্যাগের কথা জানান।
সুসান জানান, ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা নীল মোহন হবেন তার পরবর্তী সিইও। পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবনের দিকে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গুগলের প্রথমদিকের কর্মচারি সুসান। প্রায় ২৫ বছর ধরে তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে আছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.