
নিউজ ডেস্কঃ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব ব্যর্থতার পরিচয় দিলেও বাংলাদেশে এর অগ্রগতি প্রত্যাশিত। দেশে প্রতিটি উন্নয়ন পরিকল্পনায় বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।
ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) আয়োজিত এক ওয়েবিনারে এ কথা বলেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সভাপতি সাংসদ তানভীর শাকিল জয়।
তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাপী সচেতনতা তৈরি হলেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি। ব্যর্থতার পাল্লাটাই ভারি।’ তবে বাংলাদেশের অগ্রগতি প্রণিধানযোগ্য বলে মনে করেন তিনি।
ওয়েবিনারে প্যানেলিস্ট হিসেবে আটজন অংশগ্রহণ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন কেবল পরিবেশগত নয়। প্রতিটি ক্ষেত্রেই এর বিরূপ প্রভাব লক্ষণীয়। এজন্য সবকিছুতেই জলবায়ুবান্ধব সিদ্ধান্ত নিতে হবে।
ইউএসএআইডি ক্লাইমেট অ্যাকশন ক্যাম্পেইনের প্রথম ধাপ হিসেবে ‘মাতৃভূমিকে রক্ষা, নিজেদের রক্ষা এবং জলবায়ু স্থিতিস্থাপকতা রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা শীর্ষক’ এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। যাতে জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ সরকারের নানা উদ্যোগ, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা হয়েছে। ক্যাম্পেইনের দ্বিতীয় ধাপে আগামী মার্চে ১৫টি গ্রুপ নিয়ে কক্সবাজারে তিন দিনের বুট ক্যাম্প হবে। এরপর আগামী জুনে শেষ ধাপে ক্লাইমেট অ্যাকশন ফেয়ারে দেওয়া হবে তিনজনকে সম্মাননা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.