
নিউজ ডেস্কঃ
‘পাকিস্তান এখন দেউলিয়া হয়ে গেছে। দেশটি ইতোমধ্যে খেলাপি হয়েছে। এ জন্য রাজনীতিবিদসহ আমলতন্ত্র সবাই-ই দায়ী’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের শিয়ালকোটে একটি বেসরকারি কলেজের এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দেশটির প্রভাবশালী এই রাজনীতিক বলেন, আমরা একটি দেউলিয়া দেশে বসবাস করছি। আপনাদের ধারণা, হয়তো পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে বা ঋণ খেলাপি হতে যাচ্ছে। তবে এটি ইতোমধ্যে হয়েছে।
খাজা আসিফ আরও বলেন, ‘একটি স্থিতিশীল দেশ হওয়ার জন্য নিজের পায়ে দাঁড়ানো অপরিহার্য। আমাদের সমস্যার সমাধান দেশের মধ্যেই নিহিত। আইএমএফের কাছে পাকিস্তানের সমস্যার সমাধান নেই।’
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.