
বিনোদন ডেস্কঃ
মেসেজের মাধ্যমে কুপ্রস্তাব দেওয়ায় কাকার বিরুদ্ধে মামলা করেছেন কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী পায়েল সরকার। ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে এ লিখিত অভিযোগ করেন তিনি।
জানা গেছে, পেশায় জিম ট্রেনার এ অভিযুক্তের নাম সঞ্জীব ঘোষ।
পায়েল বলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশ কিছুদিন ধরে আমাকে অশ্লীল ছবি পাঠিয়ে বিভিন্ন ধরণের কুপ্রস্তাব দিচ্ছিলেন ওই ব্যক্তি। প্রথমে নাম্বারটি ব্লক করে দিয়েছিলাম। তাতেও কাজ হয়নি। বরং হয়রানির মাত্রা আরও বেড়ে গেছে। সঞ্জীব নামের ওই ব্যক্তি সম্পর্কে আমার কাকা হন।
তিনি বলেন, কোনোভাবে রাজি না করাতে পেরে ওই ব্যক্তি অশ্লীল ছবি তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে গত কিছুদিন ধরে। বাধ্য হয়ে মামলা করেছি আমি।
‘ভালোবাসা ডটকম’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় পায়েল সরকারের। এরপর ‘বেনে বউ’, ‘অন্দর মহল’, ‘রেশমি ঝাঁপি’ সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.