
বিনোদন ডেস্কঃ
ভারতীয় অভিনেত্রী অঙ্কিতা গেল বছর ডিসেম্বর মাসে শিল্পপতি ভিকি জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। কিন্তু বিয়ের এক বছরের মাথায় অঙ্কিতার দাম্পত্য জীবনে শুরু হয় নানা অশান্তি। সম্প্রতি স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ নিয়ে মুখ খুলেছেন অঙ্কিতা।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, যে কোনো স্বামী-স্ত্রীর মধ্যেই রাগ অভিমান, ঝগড়া, ছোটখাটো ঝামেলা হওয়াটাই স্বাভাবিক। আমাদের মধ্যেও ঝগড়া হয়, মনোমালিন্য, অশান্তি হয়। তাই সম্পর্কের ক্ষেত্রেই অবশ্যই ধৈর্যশীল হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মধ্যে সেই ধৈর্য বা মানিয়ে নেওয়ার ক্ষমতা একেবারেই ছিল না।
অভিনেত্রী আরও বলেন, তবে এই বিষয়টা অনেকটাই সামলে নিয়েছে ভিকি। আমাকে সব সময়ই বুঝিয়েছে। রাগ, অভিমান তো থাকবেই। তবে কোনো একটা পর্যায়ে গিয়ে তো থামতে জানতে হয়। সম্পর্কে ভারসাম্য বজায় থাকাটা গুরুত্বপূর্ণ।
কিছুদিন আগে অঙ্কিতা মা হতে চলেছেন বলে গুঞ্জন উঠেচিল। তবে সে সব গুঞ্জন যে একেবারেই ভিত্তিহীন, সেটা স্পষ্ট জানিয়ে দেন অঙ্কিতা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.