সম্পাদক
নিউজ ডেস্কঃ
সোমবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে।
দুদু আর বলেন, আওয়ামী লীগ আর পার পাবে না। যত কিছু করুক এবার পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভাঙতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।
ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, বিএনপির দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান। তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনারা সংবিধান ধ্বংস করেছেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনের মধ্যমেই ক্ষমতায় যেতে চায়। আগেও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়েছিল।

