
বিনোদন ডেস্কঃ
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) শুভ জন্মদিন। প্রতিবছর পারিবারিক আয়োজনে জন্মদিন পালন করেন এই তারকা দম্পতি। তবে প্রিয়তমা স্ত্রীর জন্মদিনে এবারও ‘সারপ্রাইজ’ পার্টির আয়োজন করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২ টায় তিশাকে জন্মদিনের ‘সারপ্রাইজ’ দেন এই নির্মাতা। ইতোমধ্যে নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্ত্রীর জন্মদিন উদযাপনের কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি।
ক্যাপশনে ফারুকী লিখেছেন, তিশা সবসময় বলে আমি নাকি ওকে সারপ্রাইজ দিতে পারি না। তবে কথাটা যে খুব একটা ভুল তাও না! কিন্তু আজকে আমি ওর জন্মদিনে সারপ্রাইজ দিতে পেরেছি।
নির্মাতা আরও লেখেন, শুভ জন্মদিন, তিশা। এই অধম এবং ইলহাম তোমাকে অনেক ভালোবাসি! লাভ ইউ। ইলহাম বড় হয়ে এই ছবিগুলোতে আমাদের এইসব দিনরাত খুঁজে পাবে, এটা ভাবতেই মন ঝলমল করে উঠছে।
ইতোমধ্যেই ওই পোস্টের নিচে বিশ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। ৯৭ টি মন্তব্য এবং ষোলবার শেয়ার হয়েছে পোস্টটি।
প্রতি বছর অভিনেত্রীর জন্মদিনে রাত ১২টা বাজার আগেই কেক, ফুল ও উপহার নিয়ে হাজির হন অভিনেত্রীর বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। সবাইকে নিয়ে স্ত্রীর জন্মদিন উদাযাপন করলেন ফারুকী।
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১০ সালে বিয়ে করেন তিশা-ফারুকী। বর্তমানে একমাত্র কন্যা সন্তান ইলহামকে নিয়ে বেশ সুখেই আছেন এই তারকা দম্পতি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.