
নিউজ ডেস্কঃ
ঢাকায় আসছে ছয় সদস্যের জার্মান সংসদীয় প্রতিনিধি দল। আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে পাঁচ দিনের এ সফরে আসবেন তারা। সফরের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ জার্মান দূতাবাস।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি হলেও বিষয়টি প্রকাশ করে রোববার।
জার্মানির ৬ সংসদ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক সংসদীয় গ্রুপের চেয়ারপারসন, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য রেনাতে কুনাস্ট। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- জার্মানির দক্ষিণ এশিয়া বিষয়ক সংসদীয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য ডা. আন্দ্রে হ্যান, খ্রিষ্টান সোশ্যাল ইউনিয়ন এবং জার্মানির সংসদের বাজেট কমিটির সদস্য ও সংসদ সদস্য পল লেহরিডার, ফ্রি ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য ও জার্মানির দক্ষিণ এশিয়া বিষয়ক সংসদীয় গ্রুপের ডেপুটি চেয়ার রিয়া শ্রোডার, সোশ্যাল ডেমোক্রেটিক দলের সংসদ সদস্য ও জার্মান সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য আন্দ্রেয়াস লারেম এবং অল্টারনেটিভ ফর জার্মানির সংসদ সদস্য ড. মাল্টে কাউফম্যান।
সফরকালে তারা বাংলাদেশের সংসদ সদস্য ও নির্বাহী বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। এর বাইরেও সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন।
এসব বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি দুই দেশের ৫০ বছরের সম্পর্ককে আরও গভীর করা, রাজনীতি, জলবায়ু পরিবর্তনসহ নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.