
নিউজ ডেস্কঃ
তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে তার নিজ গ্রামে দাফন করা হবে।
নাজমুল হুদার এপিএস মো. শামীম আহসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (২০ ফেব্রুয়ারি) ধানমন্ডি সাত মসজিদ রোডের মসজিদে নাজমুল হুদার জানাজা হবে। সেখান থেকে তাকে নিজ গ্রাম রাজধানীর দোহার উপজেলার শাইনপুকুরে নেওয়া হবে। পরে বাদ জোহর আরেক দফা জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।
এর আগে, রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হুদার মৃত্যু হয়।
তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিন দিন আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগে স্ত্রী ব্যারিস্টার সিগমা হুদা, দুই মেয়ে অন্তরা ও শ্রাবন্তী আমিনাসহ অসংখ্য গুণীজন রেখে গেছেন।
উল্লেখ্য, নাজমুল হুদার জন্ম ১৯৪৩ সালের ৬ জানুয়ারি। তিনি একজন ব্যারিস্টার, আইনজীবী ও রাজনীতিবিদ। ২০১২ সালে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় দল থেকে পদত্যাগ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.