
নিউজ ডেস্কঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা প্রতিষ্ঠার মহানায়ক ছিলেন বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সোমবার (২০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌম বাংলাদেশ একুশের চেতনার ফসল। একুশ আমাদের অহংকার, আমাদের প্রেরণার উৎস। অমর একুশ আমাদের ইতিহাস-ঐতিহ্য, গৌরবগাঁথা ও প্রাণভোমরা।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের পর বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দান, সর্বস্তরে বাংলা ভাষা চালু করা, সংসদের দৈনন্দিন কার্যাবলি বাংলায় চালু প্রসঙ্গে আইন সভায় গর্জে ওঠেন ও মহানায়কের ভূমিকা পালন করেন ।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. মনিরুজ্জামান ও উপসচিব আবু সাঈদ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.