
স্টাফ রিপোর্টার:
একুশ মানে মাথা নত না করা। একুশ মানে নব চেতনায় নিজেকে সাজিয়ে নেয়া। অমর একুশে মহান ভাষা দিবস উপলক্ষে নরসিংদীতে মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় নানাবিধ অনুষ্ঠান।
অমর একুশের আয়োজনে প্রথমেই ছাত্র-শিক্ষক ও মেনেজিং কমিটির সদস্যগণ প্রভাতফেরি করে শহীদ মিনার বেদিতে একুশের ভাষা শহীদের স্মরণে স্কুলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্কুলের সভাপতি হাজী আ. মোমেন মোল্লা, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমসহ স্কুলের পরিচালনা কমিটি ও শিক্ষক- শিক্ষার্থীরা।
এরপর শহীদের আত্মার মাগফিরাত কামনায় স্কুলের অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আ মোমেন মোল্লা, হাফিজুর রহমান ভিপি হাফিজ, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম জুয়েল, সাংবাদিক নজরুল, কাজী ইসমাইল হোসাইনী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনসহ স্কুলের মেনেজিং কমিটি ও স্টাফ এবং অভিভাবকবৃন্দ।
এরপর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের শান্তি শৃঙ্খলা সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্কুলে আয়োজন করা হয় চিত্রাংকণ,আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.