
তুষার মিত্র, নরসিংদীঃ
অমর ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নরসিংদী রিপোর্টার্স ক্লাব। আজ ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে নরসিংদী সরকারি কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় গণমাধ্যমকর্মীদের এই প্লাটফর্ম।
সভাপতি এড. তুষার মিত্র ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালে সংগঠনটির অন্যান্য গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান নরসিংদী রিপোর্টার্স ক্লাব।
নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, মিজানুর রহমান সোহাগ বলেন, ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য যেমন শোক ও বেদনার, অন্য দিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। আজকের এই দিনে নরসিংদী রিপোর্টার্স ক্লাব শ্রদ্ধার সঙ্গে সকল বীর শহীদদের স্মরণ করছে। মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে। এরপর বাংলা পায় অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি।
ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়; ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে সারা বিশ্বে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.