ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

যেভাবে নিত্য পণ্যের দাম বাড়ছে তাতে সাধারণত নিন্ম আয়ী মানুষগুলোর বড় কষ্ট হচ্ছে জীবীকা নির্বাহ করা। ফলে তাদের জীবনে নেমে আসতে শুরু করেছে দূর্বিষহ যাতনা।

গরীব অসহায় দুস্ত জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কথা চিন্তা করেই স্বেচ্ছাসেবীদের মেহনতের উসিলায় মাসে কয়েকবার নিন্মনআয়ী, অসহায় গরীবের পেটে জুটছে একটু ভাল মানের খাবার। তাই বলা চলে ভালো কাজগুলো গাণিতিক হাড়ে যেন প্রতিযোগিতামূলক বেড়েই চলছে।

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর ব্যানারে মহান ভাষা দিবসে আয়োজন ছিল অসাধারণ।
প্রায় একহাজার মানুষের জন্য একবেলা মানসম্মত খাবারের আয়োজন করে তারা।
স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের প্রতিনিধি শেখ রাসেল মাহমুদ এর ব্যবস্থাপণায় মেহমান খানায় উপস্থিত হয়ে প্রাণবন্ত করেছেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক রাসেল বিন হাসানাত, নরসিংদী জেলা যুব দলের সভাপতি মোহসিন হোসাইন বিদ্যুৎ, গ্যালাক্সি রেস্টুরেন্টের পরিচালক নাসির আহমেদ রিগান, নরসিংদী শহর পুলিশ ফাড়ির ইনচার্জ শরিফুল ইসলামসহ সকল উপজেলা হতে আগত সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।