
বিনোদন ডেস্কঃ
দেশের জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী দিলারা জামান। সম্প্রতি ফেসবুকে ভুয়া আইডি খুলে অভিনেত্রীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন অজ্ঞাত এক ব্যক্তি। এতে ব্যাপক বিরক্তি প্রকাশ করেছেন দিলারা।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) অজ্ঞাত ওই ব্যক্তি অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘আমার শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়। সবাই আমার জন্য দোয়া করিও’। এভাবেই অভিনেত্রী দিলারা জামানের নামে ওই ফেইক আইডি থেকে ভক্তদের কাছে দোয়া চাওয়া হয়।
এর কিছু সময় পরেই আরেকটি স্ট্যাটাসে লেখেন, ‘যদি হারিয়ে যাই এই পৃথিবীর পরে, যদি বলি আর এসো না ফিরে, জেনে রেখো ভালোবেসেছিলাম ভবে’। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রীর স্ট্যাটাসগুলো অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, গায়িকা শাকিলা শর্মাসহ শোবিজের অনেকের আইডি থেকে শেয়ারও করা হয়েছে।
কেমন আছেন জানতে চেয়ে দিলারা জামানকে ফোন করলে, নিজের অসুস্থতার কথা শুনে চমকে ওঠেন তিনি। জবাবে তিনি বলেন, ‘আমি ভালো নেই কে বলল? এখনও বেশ ভালোই আছি। তাহলে ফেসবুকের অসুস্থতার ওই স্ট্যাটাসগুলো কে দিয়েছেন?
শুনে খুব অবাক হয়ে তিনি বলেন, বর্তমানে আমি তো ফেসবুক ব্যবহার করি না। হয়ত কেউ আমার নামে আবার ভুয়া আইডি খুলেছে। আর আমার সম্পর্কে ভুল তথ্য প্রচার করছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এখনও সুস্থ আছি, ভালো আছি। দিব্যি অভিনয় করে যাচ্ছি।
দিলারা আরও বলেন, কিন্তু কিছু মানুষ কেন আমার সঙ্গে এমন করছে, সেটাই বুঝতে পারছি না। অসুস্থ শুনে আমাকে অনেকেই ফোন দিচ্ছে। এ কেমন ব্যাবহার করছে তারা।
এই প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করে দিলারা বলেন, ২০২১ সালেও আমার নামে ভুয়া আইডি খুলে বিভিন্ন বিষয়ে অপপ্রচার করেছে। কিন্তু কেন খুলল কিছুই বুঝতে পারছি না। আমার সব খবর তাদের কাছে থাকে। ওই আইডি দেখে মনে হতেই পারে, ওটাই আমার আইডি। কখন কী লেখে সেটা তো বলা যায় না। আমার বয়স হয়েছে, তাই এই সময়ে এসে বিতর্কের মুখে কেউ ফেলে দিলে, সেটা যে কেউ বিশ্বাস করতে পারে। এতে আমি খুবই বিরক্ত হচ্ছি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.