
বিনোদন ডেস্কঃ
বীর বাঙালিরা একাত্তরের মুক্তিযুদ্ধে লড়ছে স্বাধীনতার জন্য। এমন সময় বাঙালিদের জন্য ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ব্রিটিশ সংগীতশিল্পী জর্জ হ্যারিসন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সেই দেশবন্ধুর শুভ জন্মদিন।
১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ শিরোনামে বাংলাদেশের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশে কনসার্ট করেছিলেন তিনি। সেই কনসার্ট থেকে সংগ্রহীত প্রায় আড়াই লাখ মার্কিন ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশিদের জন্য পাঠানো হয়েছিল।
সেদিন এতদূরে থেকেও বাংলাদেশের জন্য মন কেঁদেছিল এই সঙ্গীতশিল্পীর। আর এজন্য তাকে বলা হয় বাংলাদেশের পরম বন্ধু।
যুক্তরাজ্যের লিভারপুলে ১৯৪৩ সালের এই দিনে জন্ম নেন জর্জ হ্যারিসন। বিখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’র লিড গিটারিস্ট হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন এই সঙ্গীতশিল্পী। সেই সঙ্গে ১৯৮৮ সালে গঠিত হওয়া মিউজিক্যাল সুপারগ্রুপ ‘ট্রাভেলিং উইলবিউরিস’র সহ-প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.