
নিউজ ডেস্কঃ
ইতালিতে নৌকাডুবে ১২ শিশুসহ ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দেশটির ক্যালাব্রিয়ার পূর্বাঞ্চলে সৈকতঘেঁষা রিসোর্ট স্তেকাতো দি কুতরোর কাছে নৌকাটি ডুবে যায়।
আলজাজিরার তথ্যমতে, নৌকাটি বেশ কিছু দিন আগে আফগানিস্তান, ইরান এবং অন্যান্য দেশের অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে তুরস্ক থেকে রওনা হয়েছিল। নৌকাটিতে ১৫০ জনের মতো অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। নিখোঁজদের উদ্ধারে এখনও অনুসন্ধান চলছে।
সমুদ্রপথে ইউরোপে প্রবেশের জন্য ইতালি অন্যতম প্রধান এক প্রবেশপথ। ভূমধ্যসাগরীয় এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত।
উল্লেখ্য, গত বছর মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ২ হাজার ৮৩৬ জন মারা গিয়েছিল।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.