
বিনোদন ডেস্কঃ
ব্যক্তিজীবন নিয়ে বরাবরই বেশ খোলামেলা যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো তারকা প্যারিস হিলটন। সম্প্রতি, তার জীবনে ঘটে যাওয়া ভয়ংকর এক অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে ধর্ষণের শিকার হওয়ার কথা জানিয়ে হিলটন বলেন, ‘একটি শপিংমলে ঘুরতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হই। তিনি আমাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। সেখানে যাওয়ার পর দেখি, মদ্যপান চলছে। আমাকেও জোর করে খাইয়ে দেওয়া হয়। পরে বুঝেছিলাম, সেটাতে নেশা জাতীয় কিছু মেশানো ছিল।’
তিনি আরও জানান, ‘কয়েক ঘণ্টা পর জেগে উঠে বুঝতে পারি, আমি হেনস্তার শিকার হয়েছি।’ তবে ধর্ষণের শিকার হলেও ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি।
এর আগে, গত বছরই কৈশোরে যৌন নিপীড়নের শিকার হওয়ার ঘটনা জানিয়েছিলেন হিলটন। উটাহের প্রোভো ক্যানিয়ন বোর্ডিং স্কুলে পড়াকালে যৌন হেনস্তার শিকার হন তিনি। এমনকি গর্ভপাতও করতে হয়েছে তাকে।
এদিকে, গত মাসেই সারগোসির মাধ্যমে প্রথমবারের মতো মা হয়েছেন হিলটন। অল্প বয়সে গর্ভপাতের তিক্ত স্মৃতির কারণেই নিজের গর্ভে সন্তান ধারণ না করে সারগোসি পদ্ধতির আশ্রয় নেন তিনি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.