
বিনোদন ডেস্কঃ
‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১০ সালে সিনেমা হলের পর্দায় দেখা যায় তমা মির্জাকে। তিনি একাধারে বিজ্ঞাপন ও নাটকেও অভিনয় করেছেন। তবে এর পাশাপাশি বেশকিছু চলচ্চিত্রে সহ-অভিনেত্রী হিসেবেও অভিনয় করেছেন।
কিন্তু অনন্ত হীরার পরিচালনায় ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় অভিনয় করে আলোচিত হন তিনি। তকমা লাগে চিত্রনায়িকার। এরপর তমা ২০১৫ সালে শাহনেওয়াজ কাঁকলী পরিচালিত ‘নদীজন’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের ওটিটি প্লাটফর্ম। সেই সুবাদে তমা মির্জাও নিজেকে মেলে ধরেছেন। আবারও নিয়মিত হয়েছেন অভিনয়ে।
চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতে কাজ করেও প্রশংসা পেয়েছেন তিনি। রায়হান রাফির ‘খাঁচার ভিতর অচিন পাখি’ দিয়ে জানান দিয়েছেন ওটিটিতেও তিনি বাজিমাত করতে প্রস্তুত। আবারও এই প্লাটফর্মে নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি।
রায়হান রাফি পরিচালিত ওয়েবফিল্ম ‘ফ্রাইডে’ মুক্তি পেতে যাচ্ছে বুধবার (১ মার্চ)। এতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন তমা মির্জা। আর এ উপলক্ষে অন্তর্জালে আড়াই মিনিটের একটি ট্রেলার প্রকাশ হয়েছে সোমবার (২৭ ফেব্রুয়ারি)। আর এতেই ভাইরাল নেটদুনিয়ায় তমা মির্জা। সবাই অভিনয়ের প্রশংসা করছেন এই ওয়েব ফ্লিমটিতে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.