
স্টাফ রিপোর্টার:
ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন,দৈনিক মানবজমিন ও বাঁকখালী পত্রিকার লামা উপজেলা প্রতিনিধি মোঃ তৈয়ব আলী। সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশ বাংলা ও সাঙ্গু পত্রিকার লামা প্রতিনিধি বেলাল আহমেদ নির্বাচিত হন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় লামা উপজেলায় প্রতিনিধিত্বশীল সংগঠন ঐতিহ্যবাহী রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাধারণ নির্বাচন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।লামা প্রেস ক্লাব হল রুমে উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন,সহ-সভাপতি পদে মোঃ আবুল কাশেম,স্টাফ রিপোর্টার দৈনিক ডেসটিনি,সহ-সভাপতি আবুল কালাম আজাদ বিশেষ প্রতিনিধি জে জে টিভি,সহ-সভাপতি মোহাম্মদ শামছুদ্দোহা দৈনিক ইনকিলাব,যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দৈনিক যুগ যুগান্তর,সাংগঠনিক সম্পাদক কামরুল হক মহসিন দৈনিক গিরি দর্পন,সদস্য মোঃ ইলিয়াছ আরমান,বান্দরবান দক্ষিন দৈনিক যুগান্তর ,সদস্য আব্দুল হামিদ সজিব দৈনিক আজকের কক্সবাজার।
লামা রিপোর্টার্স ক্লাবের এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আলহাজ্ব শেখ মাহবুবুর রহমান,সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,মোঃ জহিরুল ইসলাম,উপদেষ্টা লামা রিপোর্টার্স ক্লাব ও মেয়র লামা পৌরসভা।সহকারি নির্বাচন কমিশনার ছিলেন আবুল কাশেম।
ফলাফল ঘোষণার আগে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে অংশ নেন- লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার,লামা পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয় দর্শী বড়ুয়া,সাধারণ সম্পাদক কামরুজ্জামান,ইক্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন'সহ লামা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.