
বিনোদন ডেস্কঃ
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও বেশ পরিচিতি রয়েছে এ প্রজন্মের নায়িকা রাজ রিপার। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে বিশ্বসেরা আলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রীর রূপে পর্দায় দেখা গেছে এই অভিনেত্রীকে।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আজমান রুশো। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই ক্রিকেটারেরে সঙ্গে বিজ্ঞাপনে জুটি হয়ে কাজ করেছেন রাজ রিপা।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। তবে এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় আমাকে নতুন এক রূপে দেখতে পাবেন দর্শকরা।
অভিনেত্রী আরও বলেন, সাকিব আল হাসান ভাই, নির্মাতা রুশো ভাই এবং দর্শকদের প্রশংসায় আমি ভীষণ খুশি। সেই সঙ্গে একজন অলরাউন্ডারের সঙ্গে পর্দায় নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছি, ক্যারিয়ারে এটাই আমার বড় প্রাপ্তি।
প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন রাজ রিপা-সাকিব আল হাসান। ওই বিজ্ঞাপনটি বানিয়েছিলেন নির্মাতা আদনান আল রাজিব। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে রাজ রিপা অভিনীত ছবি ‘মুক্তি’। এটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.