
বিনোদন ডেস্কঃ
দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহের জেরে শিরোনামের শীর্ষে রয়েছেন জনপ্রিয় বলি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। একের পর এক অভিযোগ এনে মামলা করেছেন অভিনেতার স্ত্রী আলিয়া। এবার অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তার নিজের ভাই শামস নবাব সিদ্দিকি।
ভাই হলেও ভাবী আলিয়ার পক্ষ নিয়েছেন তিনি। শামস বলেন, বিয়ের আগে তাদের দুজনের মধ্যে খুব ভাল বন্ধুত্ব ছিল। অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে আলিয়াকে। এটা ঠিক নওয়াজ খুব ভালো একজন অভিনেতা। তবে মানুষটা মোটেও ভালো নয়। যে কোনো মুহূর্তে মানুষের সঙ্গ ছেড়ে দিতে পারেন তিনি। ঠিক যেমনটা করেছে তার স্ত্রী এবং আমার সঙ্গে।
অভিনেতার ভাই আরও বলেন, নওয়াজ নিজে বড় হয়েছেন তবে অন্যদেরকে বড় হতে দেননি। আমার সঙ্গেও সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় নওয়াজ। ও মাঝ পথেই আমার ছবি ‘বোলে চুড়িয়া’ ছেড়ে দেয়। ভাই হয়ে একবারও ভাবেনি আমার কথা।
আমি জীবনের লম্বা একটা সময় দিয়েছি ওকে, তবে তার বিনিময়ে কিছু পাইনি। আমার মেয়েকে নিয়েও অনেক সমস্যা হয়েছে ওর। বাড়ির অন্যরা যাতে আমার মেয়েকে দেখাশোনা না করেন সেই নির্দেশনাও দেয় নওয়াজ।
খবর : আনন্দবাজার
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.