
বিনোদন ডেস্কঃ
গুরুতর আহত হয়েছেন ভারতীর জনপ্রিয় অভিনেত্রী অরুণিমা ঘোষ। বাসায় ব্যায়াম করতে গিয়ে কাচের ওপর পড়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।
জানা গেছে, প্রতিদিনের মতো নিজের বাসার বারান্দায় ভারী ডাম্বেল হাতে শরীর চর্চা করছিলেন অরুণিমা। হঠাৎ পা পিছলে কাচের ওপর পড়ে যান তিনি। মুহূর্তেই সেই কাচ ভেঙে একটি কাচের টুকরা অভিনেত্রীর বাম হাতের আঙুলে ঢুকে বেরিয়ে যায়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এই অভিনেত্রীকে।
দুর্ঘটনার বিষয়ে অরুণিমা বলেন, দুর্ঘটনার সময় এমন অবস্থা হয়েছিল যে, আঙুল কেটে ঝুলছিল আমার। কোনোভাবেই রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসক বলেন, সাধারণ সেলাই করলে হবে না, অস্ত্রোপচার করতে হবে।
পরে বাধ্য হয়ে অস্ত্রোপচারই করতে হয়। তবে আমার চোখেমুখে কিছু হয়নি, এটা অনেক সৌভাগ্য আমার। ওই অস্ত্রোপচারে মোট ১২টি সেলাই পড়েছে আমার।
প্রসঙ্গত, ২০০৪ সালে অভিনয় জগতে পা রাখেন অরুণিমা। আসন্ন বাংলা নববর্ষে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রীর ছবি ‘কীর্তন’। এতে পর্দায় গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে তাকে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.