সম্পাদক
মোঃ মোবারক হোসেন ,স্টাফ রিপোর্টার:
“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এ স্লোগানকে সামনে রেখে মনোহরদীতে ৪র্থ জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১ মার্চ ) সকাল ১১ টায় এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে আবার শেষ হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পপুলার লাইফ ইনসুরেন্সের ইনচার্জ ওমর ফারুকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের মনোহরদী শাখার ইনচার্জ সগীর আহমেদ, মেঘনা লাইফ ইনসুরেন্সের ইনচার্জ বুরুজ মিয়া,ট্রাষ্ট ইনসুরেন্সের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। বীমাকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফিজা জামাল। এসময় আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত বীমাকারীগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

