
স্টাফ রিপোর্টারঃ
ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে ইনিংসের হাল ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
কিন্তু দলীয় এক শ’ রানের গণ্ডি পার করার আগেই ইংলিশ স্পিন ঘূর্ণিতে কাটা পড়েন মুশফিক। এরপর দ্রুত সাজঘরের পথ ধরেন পোস্টারবয় সাকিবও। ফলে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় পড়ে ভীষণ চাপে পড়ে গেছে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ১০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত ৪৭ বলে ৪১ রানে অপরাজিত থেকে ব্যাট হাতে লড়ছেন। তার সঙ্গী হয়ে ক্রিজে এসে ২ রানে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বুধবার (১ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরুটা দেখেশুনেই করেছিল দুই ওপেনার তামিম-লিটন। দ্বিতীয় ওভারেই ইংলিশ গতিদানব জোফরা আর্চারকে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিলেন তামিম।
অপর প্রান্তে লিটন ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছিলেন। পঞ্চম ওভারে ক্রিস ওকেসের বলে দৃষ্টিনন্দন এক ছক্কা হাঁকিয়ে আক্রমণের ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। কিন্তু পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ব্যক্তিগত ৭ রান করেই বিদায় নেন লিটন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.