সম্পাদক
মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:
”ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে “- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে জাঁকজমকপূরণভাবে জাতীয় ভোটার দিবস-২০২৩ পালন করা হয়েছে । বৃহস্পতিবার (২ মার্চ) সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেনি-পেশার লোকজনের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে আবার শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ভোটাধিকার দিবস -২০২৩ উপজেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম । এসময় বক্তারা বলেন, আঠার বছর হলেই প্রতিটি নাগরিকের জন্য ভোটার হওয়া ও ভোটাধিকার প্রয়োগ করা সাংবিধানিক অধিকার। ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া বর্তমান সরকারের উন্নয়নের অন্যতম একটি অংশ। ভোটার হতে এসে নাগরিকরা যাতে কোন প্রকার হয়রানি ও বিড়ম্বনার স্বীকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ভোটাররা যাতে নিয়ম মেনে ভোটার হয় এবং নির্বাচনের সময় যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার আহবান জানান বক্তারা।
এসময় আরোও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী , মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন,মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন- শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ , মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

