
বিনোদন ডেস্কঃ
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক মাসুম পারভেজ রুবেল। তিনি মার্শাল আর্ট ও অ্যাকশন কিং হিসেবে সুপরিচিত।
অন্যদিকে চিত্রনায়ক অনন্ত জলিল দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছুই দেখিয়েছেন। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন।
বুধবার (১ মার্চ) সকাল থেকেই একসঙ্গে আছেন দুই প্রজন্মের এই দুই নায়ক। প্রশ্ন আসতে পারে, একসঙ্গে কী করছেন তারা? যে ‘অ্যাকশন’ তাদেরকে অন্য নায়কদের থেকে ভিন্ন পরিচিতি দিয়েছে, সেই ‘অ্যাকশন দৃশ্যের’ জন্যই এক হয়েছেন তারা।
এদিন সকাল থেকেই ‘কিল হিম’ সিনেমার অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন রুবেল ও অনন্ত জলিল। অবশ্য রুবেলের বিপরীতে লড়তে শুটিং শুরুর আগেই মার্শাল আর্ট শিখেছেন অনন্ত জলিল।
মো. ইকবালের পরিচালনায় চলতি বছরের শুরুতেই বগুড়ায় ‘কিল হিম’ সিনেমার প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। বরাবরের মতো এবারও অনন্তের বিপরীতে দেখা যাবে বর্ষাকে। এছাড়াও আরও অভিনয় করছেন মিশা সওদাগর, কলকাতার রাহুল দেবসহ অনেকেই।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.