
বিনোদন ডেস্কঃ
ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও পূর্ণিমা। দীর্ঘদিন একসঙ্গে দেখা নেই তাদের। একজন দেশে থাকলেও অন্যজন অস্ট্রেলিয়ার সিডনিতে থিতু হয়েছেন। তবে তারা একসঙ্গে থাকলে যে মুহূর্তগুলো রঙিন হয়ে ওঠে সেটি আবারও প্রমাণ করেছেন দুই নায়িকা।
সম্প্রতি প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ভ্রমণে গেছেন পূর্ণিমা। এই সফরে তার সঙ্গী হয়েছেন স্বামী আশফাকুর রহমান ও কন্যা আরশিয়া উমাইজা। সেখানে গিয়ে শাবনূরের সঙ্গে দেখা করতে ভোলেননি পূর্ণিমা। দীর্ঘদিন পর পরস্পরকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.