সম্পাদক

নিউজ ডেস্কঃ

ফিলিপাইনের কেন্দ্রীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে বন্দুকধারীদের হামলায় গভর্নরসহ ছয়জন নিহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

প্রতিবেদনে পুলিশের বরাতে জানানো হয়, একই ধরনের পোশাক পরা সন্দেহভাজন ছয়জন বন্দুকধারী পামপ্লোনা শহরে গভর্নরের বাড়িতে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। হামলায় গভর্নর রোয়েল দেগামোসহ পাঁচজন নিহত হয়েছেন। গভর্নরের স্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন।

পামপ্লোনা শহরের মেয়র জেনিস দেগামো এক টুইট পোস্টে বলেছেন, গভর্নর দেগামোর এ ধরনের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।

এর আগে, গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট দেগামোকে নেগ্রোস ওরিয়েন্টাল গভর্নর পদে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করেন। তার আগে অন্য আরেকজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের রাজনৈতিক মিত্র ছিলেন দেগামো। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।